রাজনীতি

গায়ে যে জার্সিই থাকুক, ঠিকানা জেলখানা: ইনু

Byনিজস্ব প্রতিবেদক

তিনি মনে করছেন, এই অভিযান চলবে দল না দেখে, ফলে অপরাধী যেই হোক, কেউ ছাড় পাবে না।

সুশাসনের প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান ‘শুদ্ধি অভিযান’ আরও বিস্তৃত করার দাবি জানিয়ে বুধবার ঢাকায় গণমিছিল ও সমাবেশ করে জাসদ।

সমাবেশে সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, “যে দুর্নীতিবাজ-লুটেরারা উইপোকা-ইঁদুরের মতো শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের সুফল খেয়ে ফেলছে, সরকারের গায়ে কালিমা লাগাচ্ছে, তারা যত ক্ষমতাবানই হোক না কেন, তাদেরকে ধরতে হবে, শায়েস্তা করতে হবে। দলের নাম ভাঙ্গিয়ে, নেতা-নেত্রীর নাম ভাঙ্গিয়ে আর কেউ যেন দুর্নীতি-লুটপাট করার সাহস না পায়।”

“গায়ে যে দলেরই জার্সি থাকুক না কেন দুর্নীতিবাজ-লুটেরাদের ঠিকানা হবে জেলখানায় খালেদা জিয়ার পাশে,” বলেন তিনি।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, নাদের চৌধুরী প্রমুখ।

সমাবেশ শেষে জাসদের মিছিল বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, দিলকুশা, মতিঝিল, তোপখানা, প্রেস ক্লাব, বিজয় নগর, পল্টন এলাকা প্রদক্ষিণ করে।

SCROLL FOR NEXT