রাজনীতি

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হল মহিউদ্দিন চৌধুরীকে

Byনিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের এই সাবেক মেয়রকে নিয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টায় ঢাকা ছাড়ে বলে আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বিমানবন্দরে গিয়েছিলেন মহিউদ্দিন চৌধুরীকে পৌঁছে দিতে। 

সিঙ্গাপুরের পথে মহিউদ্দিনের সঙ্গে আছেন তার ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রওনা হওয়ার আগে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবার অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। কিডনিতে অপারেশনের জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছি।”

৭৪ বছর বয়সী মহিউদ্দিন দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত শনিবার রাতে তাকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় ঢাকার স্কয়ার হাসপাতালে।

ঢাকায় আনার পর মহিউদ্দিনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে জানিয়ে নওফেল মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, অবস্থা আরেকটু ভালো হলে কিডনিতে অস্ত্রোপচারের জন্য তার বাবাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

SCROLL FOR NEXT