রাজনীতি

জঙ্গিবাদ প্রতিরোধে আরেকটি জনযুদ্ধ করতে হবে: এইচটি ইমাম

Byনিজস্ব প্রতিবেদক

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, “জনগণকে সাথে নিয়ে আমরা মুক্তিযুদ্ধকে জনযুদ্ধে পরিণত করেছিলাম। একইভাবে আরেকটি জনযুদ্ধ করতে হবে আমাদের।

“সবাই তাতে অংশ নিলে জঙ্গিরা পরাজিত হবেই। যদি আমরা সবাই এ জনযুদ্ধে অংশ নেই, তাহলে জয় আমাদের হবেই।”

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ ‘ইসলামের আলোকে জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

বৈঠকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেন, জঙ্গিদের প্রতিরোধে শিক্ষক, বুদ্ধিজীবী, আলেম, সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে প্রধানমন্ত্রীর কোনো উপদেষ্টা বা মন্ত্রীদের নিয়ে একটি সেল গঠন করা উচিত।

জঙ্গিদের প্রতিরোধে সরকারকে দেশের আলেমদের নিয়ে আলাদা একটি সেলও গঠন করা যেতে পারে বলে মত দেন শোলাকিয়া ঈদগাহের প্রধান ইমাম ফরিদ উদ্দিন মাসউদ।

তিনি বলেন, “জঙ্গিদের প্রতিরোধে সরকারকে দেশের আলেমদের নিয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে পৃথক একটি সেলও গঠন করা যেতে পারে।”

বৈঠকে অন্যদের মধ্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আখতারুজ্জামান, বাংলাদেশ তরিকত ফেড়ারশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারি বক্তব্য দেন।

SCROLL FOR NEXT