রাজনীতি

বিএনপি নেতা হাফিজ-সালাহ উদ্দিনসহ ১১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

Byআদালত প্রতিবেদক

ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত মঙ্গলবার এই পরোয়ানা জারির আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের কৌসুঁলি তাপস পাল জানিয়েছেন।

এই ১১ জনের তালিকায় আরও রয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ কাইয়ুম, তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও মারুফ কামাল খান।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল গত বছরের ৩১ জুলাই। সেটি আজকে আমলে নিয়ে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।”

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি  বাসে আগুন দেওয়া ও গাড়ি ভাঙচুরের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ভাটারা থানায় এই মামলা দায়ের করা হয়।

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মেঘালয়ের আদালতে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনের বিচার চলছে।

ঢাকা থেকে উধাও হওয়ার দুই মাস পর গত বছরের ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে হদিস মেলে সালাহ উদ্দিনের। তিনি দাবি করেন, তাকে বাংলাদেশ থেকে অপহরণ করা হয়েছিল।

তারপর আটক হয়ে কিছু দিন কারা হেফাজতে হাসপাতালে ছিলেন তিনি। স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে পরে তাকে জামিন দেয় আদালত।

এরপর থেকে শিলং শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় আট কিলোমিটার দূরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছেন সাবেক এই প্রতিমন্ত্রী।

SCROLL FOR NEXT