)
খবরাখবর

খুলনায় শিশুদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট (ভিডিওসহ)

Byমাঈশা আনজুম আরিফা

খুলনার বয়রা এলাকার শের এর মোড়ে শিশুরা আয়োজন করল রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট।

'আনিছ নগর শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট' শীর্ষক এই টুর্নামেন্টে শিশুদের নিয়ে গঠিত ২৪টি দল অংশ নেয়।

শিশুদের উদ্যোগে ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় আয়োজিত দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল বৃহস্পতিবার রাতে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী টাইলস একাদশের খেলোয়াড় মো. ইয়াসিন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিল, "এখানে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। এরকম আরও বেশি আয়োজন হলে আমরা খেলাধুলার প্রতি আরও উৎসাহ পাব।"

সাকিব আহমেদ নামে আরেক খেলোয়াড় বলে, "আমি অনেক আনন্দিত এবং আশা করি আমাদের দল এই টুর্নামেন্টে ভালো করবে।"

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাস।

শিশুদের মোবাইল ফোন আসক্তি দূর এবং শিশুদের সঠিক বিকাশ ঘটাতে এরকম আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তিনি।

সূচনা পর্বের বিশেষ অতিথি নুর-এ জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন তার বক্তব্যে বলেন, "এই আয়োজনে আমি খুব আনন্দবোধ করছি। এ ধরনের আয়োজন যাতে আরও হয় সেজন্য আমরা প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিব এবং বাচ্চাদের উৎসাহ দিব।"

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: খুলনা।
SCROLL FOR NEXT