গবেষক প্রভাতকুমার দাস।

)<div class="paragraphs"><p>গবেষক প্রভাতকুমার দাস।</p></div>
প্রতিবেশী

গবেষক প্রভাতকুমার দাসের জীবনাবসান

Byনিজস্ব প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গের সম্পাদক, গবেষক ও প্রাবন্ধিক ড. প্রভাতকুমার দাস আর নেই।

৭৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার কলকাতায় তার মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

দীর্ঘদিন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন ছাড়াও পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির প্রকাশনা সম্পাদক ও বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রকাশন অধ্যক্ষের দায়িত্বে ছিলেন প্রভাতকুমার; সম্পাদনা করেছেন ‘নাট্য আকাদেমি’, ‘যাত্রা আকাদেমি’ পত্রিকা ও বহুরূপী নাট্যপত্র।

পত্রপত্রিকার সূচি ও ইতিহাস প্রণয়নে অভিজ্ঞ এই নিরলস সাহিত্যসাধক বাংলাদেশের থিয়েটার নিয়ে ‘থিয়েটার পত্রিকার চল্লিশ বছর’ নামে একটি গবেষণাগ্রন্থ রচনা করেন। কিছুদিন আগে প্রকাশিত ‘যাত্রার সঙ্গে বেড়ে ওঠা’ গ্রন্থটি সুধীমহলের বিশেষ প্রশংসা জুগিয়েছে।

তার মৃত্যুতে ‘থিয়েটার’ পত্রিকার সম্পাদক রামেন্দু মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি লেখক-প্রকাশক মফিদুল হক, লেখক-গবেষক ফয়জুল লতিফ চৌধুরী ও বাংলাদেশ থিয়েটার আর্কাইভের পরিচালক বাবুল বিশ্বাস শোক শোক প্রকাশ করেছেন।

SCROLL FOR NEXT