প্রতিবেশী

কন্যা শিশু না জন্মালে জুটবে না তহবিল

Byআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেইসঙ্গে যেসব পঞ্চায়েত এলাকায় নারী-পুরুষের অনুপাতে সামঞ্জস্য রয়েছে তাদের জন্য রয়েছে পুরস্কারও। নারী-পুরুষের অনুপাতে অসামঞ্জস্য দূর করতে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রাদেশিক সরকার।

কর্মকর্তারা জানান, হিমাচলের মূখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের পরামর্শে এ আইন প্রণয়ন করা হয়েছে। টানা ষষ্ঠবারের মতো হিমাচলের মূখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বীরভদ্র।

পুরুষ প্রধান ভারতীয় সমাজে কন্যাভ্রূণ হত্যার হার অনেক বেশি। ফলে দেশটিতে নারী-পুরুষের অনুপাতে অসামঞ্জস্য দেখা দিয়েছে।

সম্প্রতি কাঙ্গরা জেলায় একটি জনসমাবেশে নিজের এলাকায় নারী-পুরুষের অনুপাতে ব্যাপক ব্যবধানের কথা জানতে পেরে আতঙ্কিত হয়ে পড়েন বীরভদ্র। এরপরই তিনি যেসব পঞ্চায়েত এলাকায় এই ব্যবধান বেশি সেখানে তাহবিল বরাদ্দ বাতিলের ঘোষণা দেন।

আইএএনএস’কে একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “যখন তিনি (মুখ্যমন্ত্রী) জানতে পারেন পাঞ্জাবসহ সুনির্দিষ্ট কিছু এলাকায় লিঙ্গ বৈষম্য ব্যাপক আকার ধারণ করেছে তখন তিনি আঁতকে ওঠেন। এরপরই তিনি ওই সব এলাকার পঞ্চায়েতকে সতর্ক করে দেয়ার সিদ্ধান্ত নেন।”

এছাড়া, যেসব ক্লিনিকে লোকজন কন্যাভ্রূণ হত্যা করতে আসে ওইসব ক্লিনিকের ওপর কড়া নজরদারি রাখতে স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দেন বীরভদ্র।

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, হিমাচল প্রদেশের মোট লোকসংখ্যা ৬৮ লাখ ৬৪ হাজার ৬০২ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৮১ হাজার ৮৭৩ জন এবং নারী ৩৩ লাখ ৮২ হাজার ৭২৯ জন। নারী-পুরুষের অনুপাত ৯৭২:১০০০।

SCROLL FOR NEXT