প্রতিবেশী

আসামে ভূমিধসে ২০ জনের মৃত্যু

Byনিউজ ডেস্ক

মঙ্গলবার আসামের বরাক উপত্যকার তিনটি জেলায় অধিকাংশ ভূমিধসের ঘটনাগুলো ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমের খবর।

এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

মৃতদের মধ্যে সাত জন কাছাড় জেলার, সাত জন হাইলাকান্দির ও ছয় জন করিমগঞ্জের বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। মৃতদের মধ্যে ১১টি শিশু ও তিন নারী রয়েছেন। 

স্থানীয় প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

গত কয়েকদিন ধরে বরাক উপত্যকায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণেই এসব ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রবল বৃষ্টির কারণে আসামের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। এতে সাড়ে তিন লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ৩৪৮টি গ্রাম তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের।

SCROLL FOR NEXT