প্রতিবেশী

যোগী আদিত্যনাথের হেলিকপ্টার নামতে দিলেন না মমতা

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যোগীর তথ্য উপদেষ্টা বলেন, ‘কোনো রকম আগাম নোটিস না দিয়ে’ হেলিকপ্টার অবতরণের অনুমতি প্রত্যাহার করা হয়।

“এটা উত্তর প্রদেশের মুখমন্ত্রীর জনপ্রিয়তার ফল। তার জনপ্রিয়তাকে মমতা এতটা ভয় পেয়েছেন যে তার হেলিকপ্টার নামার অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি।”

এই নিয়ে দ্বিতীয় বার পশ্চিমবঙ্গে বিজেপির কোনো নেতার হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া হল না।

এ মাসের শুরুতে বিজেপি প্রধান অমিত শাহর হেলিকপ্টার অবতরণের অনুমতি প্রত্যাহার করা হয়েছিল।

সেবার মালদা এয়ারস্ট্রিপে হেলিকপ্টার অবতরণের মত পর্যাপ্ত জায়গা নেই জানিয়ে অমিত শাহর হেলিকপ্টার নামতে দেওয়া হয়নি বলে জানায় এনডিটিভি। পরে সেটি একটি ব্যক্তিমালিকানাধীন হেলিপ্যাডে অবতরণ করে।

রোববার দুপুরে পশ্চিমবঙ্গে ‘গণতন্ত্র বাঁচাও’ নামে একটি র‌্যালির আয়োজন করে বিজেপি। প্রাদেশিক রাজধানী কলকাতা থেকে প্রায় চারশ কিলোমিটার দূরে বালুরঘাটে আয়োজিত ওই র‌্যালিতে সারা দেশ থেকে বিজেপি নেতারা অংশ নেবেন বিধায় আগে থেকেই হেলিকপ্টার অবতরণের অনুমতি নিয়ে রাখা হয়েছিল বলে জানান পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলিপ ঘোষ।

মালদায় নামতে না দেওয়ায় যোগীর হেলিকপ্টার বিএসএফ’র রাইগঞ্জ ক্যাম্পে অবতরণ করে বলেও জানান দিলিপ। পরে সড়ক পথে যোগী বালুরঘাট পৌঁছান।

SCROLL FOR NEXT