লাইফস্টাইল

থ্রি-ফিঙ্গার টুইস্টেড পনিটেইল

Byইরা ডি. কস্তা

শাড়ি, কামিজ বা ওয়েস্টার্ন, যেকোনো ধরনের পোশাকের সঙ্গেই এই স্টাইল বেশ মানানসই।

- প্রথমে যেকোনো একপাশে সিঁথি করে নিন। এবার বেণি করার জন্য যেভাবে চুল ভাগ করে নিতে হয় সেভাবে দুটি ভাগে চুল আলাদা করে নিন। তারপর দুভাগ চুল একটি অপরটির সঙ্গে পেঁচিয়ে নিতে হবে।

- প্রথম ভাগ একবার পেঁচিয়ে নেওয়ার পর, দ্বিতীয়বার প্যাঁচানোর আগে এর সঙ্গে আরও এক গোছা চুল নিয়ে প্যাঁচাতে হবে। সাধারণ দড়ির মতো করে এক পাশের চুল পেঁচিয়ে নিয়ে ভালোভাবে ববি পিন দিয়ে আটকে নিতে হবে।

-  এবার অপর পাশের চুলও একইভাবে পেঁচিয়ে নিতে হবে। দুপাশের চুল প্যাচানো হয়ে গেলে একপাশে নিয়ে একটি রাবার ব্যান্ড দিয়ে পুরো চুল আটকে একটি পনিটেইল করে নিতে হবে।

- এই একই স্টাইলে চাইলে পনিটেইল না করে বান বা খোপা করাও সম্ভব।  

- চুল দীর্ঘক্ষণ সেট রাখতে হেয়ার স্প্রে ব্যবহার করা যেতে পারে।

মডেল: তৃপ্তি। ছবি: আসাদুজ্জামান প্রামানিক।

SCROLL FOR NEXT