লাইফস্টাইল

বয়সের সঙ্গে আস্থাও বাড়ে

Byআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নতুন এক গবেষণায় জানা যায়, বয়স বাড়ার সঙ্গে তাকে বিশ্বাস করার পরিমাণও বাড়ে।

নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল পলিসি’র সহকারী অধ্যাপক ও গবেষণার সহ-লেখক ক্লাউদিয়া হাস বলেন, “নতুন গবেষণায় দেখা যায় বয়স বাড়ার সঙ্গে আস্থা বা বিশ্বাস বাড়ে। তাছাড়া যাদের উপর আস্থা বা বিশ্বাস করার প্রবণতা বেশি, সময়ের সঙ্গে সঙ্গে তাদের সুখি হওয়ার প্রবণতাও বেশি।”     

সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পারসোনালিটি সায়েন্স জার্নালে এই গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়।

প্রাথমিকভাবে পর্যালোচনার জন্য গবেষকরা ৮৩টি দেশের ১ লক্ষ ৯৭ হাজার ৮’শ ৮৮ জন ব্যক্তির বয়স ও বিশ্বাসের মধ্যে সম্পর্কবিষয়ক বিভিন্ন ইতিহাস পরীক্ষা করেন।

গবেষণায় বয়স ও বিশ্বাসের ইতিবাচক ফলাফল লক্ষ করা যায়।

এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ বাফেলো’র সহযোগী অধ্যাপক মাইকল পওলিন বলেন, "আর এর মাধ্যমে বোঝা যায় নির্দিষ্ট কোনো সময়ে জন্ম নেওয়ার উপর এটা নির্ভর করে না।"

তাছাড়া যুক্তরাষ্ট্রের ১ হাজার ২শ' ৩০ জনের উপর অনুসন্ধান চালিয়ে গবেষকরা দেখতে পান সেখানেও ফলাফলে তেমন কোনো পার্থক্য নেই। কারণ বয়স বাড়ার সঙ্গে তারা আরও বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠছেন।

এ ব্যাপারে হাস বলেন, “বয়স বাড়ার সঙ্গে আমরা হয়ত অন্যের ভালো দিকগুলো বেশি দেখি আর ছোটখাট ভুলগুলো ক্ষমা করে দিতে থাকি। যেগুলো নিয়ে তরুণ বয়সে হয়ত আমরা সতর্ক থাকতাম।”

SCROLL FOR NEXT