লাইফস্টাইল

কর্মক্ষেত্রে পেতে পারেন ভালোবাসা

Byআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভ্যালেনটাইন’স ডে সামনে রেখে জব সাইট ক্যারিয়ারবিল্ডার ডটইনে’য়ের আয়োজনে অফিসে রোমন্স বিষয়ক এই জরিপের ফলাফলে দেখা যায়, ৩৬ শতাংশ ভারতীয় কর্মজীবি তাদেরই সহকর্মীর সঙ্গে ডেইট করেছেন। আর এদের মধ্যে ৩৭ শতাংশের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে।

চলতি বছরের জানুয়ারি মাসে অনলাইনে এই জরিপ করা হয়। যেখানে প্রতিষ্ঠান ও কারখানার আকারের ভিত্তিতে এক হাজার ‘ফুল-টাইম’ কর্মজীবি প্রতিনিধির নমুনা যুক্ত করা হয়।

এদের মধ্যে ৫৬ শতাংশ কর্মজীবি জানান, তারা একই অফিসে একই ধরনের কাজ করেন এমন সহকর্মীর প্রতি আকর্ষণ অনুভব করেন। তবে অনেকেই মনে করেন অফিস রোমান্স ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে যারা অফিস রোমান্সে জড়িয়েছেন তাদের মধ্যে ৫৫ শতাংশ বসের সঙ্গে প্রেম করেছেন। আর প্রায় ৬৮ শতাংশের বেশি কর্মী তাদের উর্ধ্বতনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

বর্তমান যুগে সোশাল নেটওয়ার্কিংয়ের জনপ্রিয়তার পরও ৭১ শতাংশ জানান, তাদের কর্মস্থলে প্রেমের সম্পর্ক গোপন রাখার চেষ্টা করতে হয়েছে।

তবে অফিসে এ ধরনের সম্পর্কে জরানোর ক্ষেত্রে কিছুটা সচেতন হতেই হয়। এ বিষয়ে কিছু টিপসও উল্লেখ করা হয়।

- প্রথমেই অফিসের নিয়ম সম্পর্কে জেনে নেওয়া উচিত। কিছু কিছু অফিসে এ বিষয়ে কঠোর নির্দেশ থাকে। তাই অফিসের সহকর্মীর সঙ্গে সম্পর্কে জরানোর আগে অবশ্যই অফিসের নিয়ম সম্পর্কে জেনে নেওয়া উচিত।

- কিছু কিছু সম্পর্কের ইতি মধুর হলেও অনেক সময়ই সম্পর্কের তিক্ততা কর্মক্ষেত্রেও সমস্যার সৃষ্টি করতে পারে। তাই এ বিষয়ে সচেতন হওয়া দরকার। ৭ শতাংশ কর্মজীবী জানান প্রেমের সম্পর্কে সমস্যার কারণে তাদের চাকরি ছেড়ে দিতে হয়েছে।

- ব্যক্তিগত জীবন এবং অফিসের কর্মজীবন আলাদা রাখার অভ্যাস করতে হবে। অফিসে সকলের সামনে নিজেদের ‘অ্যাফেকশন’গুলো এড়িয়ে চলুন। আর ব্যক্তিগত মতভেদের মধ্যে সহকর্মীদের জড়াবেন না।

- সোশাল মিডিয়াতে নিজেদের সম্পর্কে কোনো ‘পোস্ট’ দেওয়ার আগে সতর্ক হোন। কোনো বিষয় নিয়ে আলোচনা করার আগে তৈরি না হয়েই কিছু করলে ছোটখাট বিষয় থেকেই সম্পর্কের ইতি ঘটতে পারে।

SCROLL FOR NEXT