লাইফস্টাইল

দেশি ফ্যাশন ঘরগুলোর নানান আয়োজন

Byলাইফস্টাইল ডেস্ক

গরমের সময় নানান হালকা পোশাকের আয়োজন করে দেশি ফ্যাশন হাউজগুলো। পাশাপাশি চলে নানান আয়োজন।

বিশ্বরঙয়ের ‘সেরা জামাই’ প্রতিযোগিতা

বাঙালি সনাতন সমাজের জামাইষষ্ঠীর উৎসবকে কেন্দ্র করে দেশি ফ্যাশন হাউজ বিশ্বরঙ আয়োজন করেছে ‘সেরা জামাই যুদ্ধ’ প্রতিযোগিতা।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ষষ্ঠীদেবীর পার্বণ থেকে এই প্রথার উদ্ভব। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে ষষ্ঠী পূজার আয়োজন করা হয়। শ্বশুরবাড়ি থেকে ষষ্ঠী পূজার দিন জামাইকে সাদরে নিমন্ত্রণ জানানো হয়।

এবার ১৬ জুন বুধবার জামাইষষ্ঠী উপলক্ষ্যে প্রথমবারের মতো বিশ্বরঙ আয়োজন করলো এই ভিন্ন রকম প্রতিযোগিতার। জামাইষষ্ঠী উপলক্ষে যার নামকরণ করা হয়েছে ‘সেরা জামাই যুদ্ধ’।

যে কেউ এই আয়োজনে অংশ নিতে পারবেন। তবে শর্তও আছে। তা হল- দিতে হবে আসল মেয়ে-জামাইয়ের একসঙ্গে তিন কপি ছবি।

আগ্রহীরা নিয়ম মেনে ১০ জুন রাত ১২টার মধ্যে আবেদন করতে পারবেন। এছাড়া প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে ‘বিশ্বরঙ’ এর ফেইসবুক থেকে।

রঙ বাংলাদেশ-এর ‘পণ্যভিত্তিক অনলাইন উৎসব’

দেশি ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ আয়োজনে চলছে ‘পণ্যভিত্তিক অনলাইন উৎসব’।

তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় নির্দিষ্ট পণ্যে আলাদা দিনের ‘স্লট’ ভাগ করে আয়োজন করা হয়েছে ১৮ দিনের এই আয়োজন।

প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে চলছে এই উৎসব। বিশেষ সুবিধায় সকল কেনাকাটায় থাকছে ৫০ শতাংশ মূল্যছাড়।

২৫ মে থেকে শুরু হওয়া উৎসবটি চলবে ১১ জুন পর্যন্ত।

কে ক্র্যাফটের টিশার্ট

এবার গ্রীষ্মে ক্র্যাফট নতুন ডিজাইনের টি-শার্ট এর বড় সংগ্রহ নিয়ে হাজির হয়েছে। সুতি, নিট ফেব্রিকে তৈরি টি-শার্টের নকশায় আধুনিকতার সঙ্গে দেশীয় সংস্কৃতিকেও প্রিন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব টিশার্টের রং হিসেবে বেছে নেওয়া হয়েছে অফহোয়াইট, সাদা, সবুজ, লাল, , মেরুন, হলুদ, ফিরোজা, গ্রে, পেস্ট, মেজেন্টা, ছাই। 

সকল বিক্রয়কেন্দ্র ছাড়াও তাদের ওয়েবসাইট থেকেও সংগ্রহ করা যাবে এসব টিশার্ট।

জেন্টল পার্কের ‘রেডি টু ওয়্যার’

গ্রীষ্মের নতুন আয়োজন সাজানো হয়েছে তারুণ্য নির্ভর করে। আন্তর্জাতিক ফ্যাশনে যা চলছে তা প্রাধান্য পেয়েছে কাপড়ের বুননে ও নকশায়।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেন্টল পার্কের চেয়ারম্যান ও ডিজাইন বিভাগের প্রধান শাহাদৎ চৌধুরী বাবু বলেন, “নতুন পোশাকগুলোর প্যাটার্নে স্পষ্ট ম্যাসকুলিন ও টেইলর্ড লুক। ফ্ল্যাট-ফ্রন্ট ডেনিম ও নিটের পোশাক নিয়েও থাকছে বৈচিত্র্যময় বেশকিছু ডিজাইন। যারা খানিকটা ফরমাল থেকে বেরিয়ে ক্যাজুয়াল লুক চান তাদের জন্যও এ কালেকশনগুলো দেবে বেশ স্বস্তিই।”

তাদের বিভিন্ন বিক্রয়কেন্দ্র ছাড়াও ফেইসবুকের পেইজ ও ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে এসব পোশাক।

SCROLL FOR NEXT