লাইফস্টাইল

স্নিগ্ধ সাজে দুর্গোৎসবে

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পূজায় নিজেকে আকর্ষণীয় ও স্নিগ্ধ করে তুলতে সাজগোজের সহজ কয়েকটি নিয়ম মেনে চলা যেতে পারে।

এই ব্যাপারে রূপসজ্জাকর হিমেল নবাব জানিয়েছেন পূজার দিনগুলোতে হালকা সাজে নিজেকে সুন্দর করে তোলার উপায়।

তিনি বলেন, “দিনের বেলার সাজ হবে হালকা। এতে দেখতে বেশ স্নিগ্ধ ও সুন্দর লাগে।”

দিনের মেইকআপে ফাউন্ডেশন লাগাতে হবে হালকা করে। মুখে দাগ বা ব্রণ থাকলে কন্সিলার ব্যবহার করতে হবে। এরপর গালের হাড়ের অংশ, কপাল কন্টুয়ার করে নিন। তারপর লুস পাউডার দিয়ে হালকা পানি স্প্রে করে নিন, এতে মেইকাপ ভালোভাবে বসবে ।

এর উপরে প্যান কেক ব্যবহার করলে ভালো হয়।

দিনের বেলায় গরম থাকে। তাছাড়া ভিড়ের মধ্যে গেলে এমনিতেই গরম বেশি লাগে। এসময় কম্পেক্ট পাইডার বা ফেইস পাউডার ব্যবহার করলে মেইকআপ ফেটে যায়। অন্যদিকে প্যান কেক ব্যবহার করলে মেইকআপ ফেটে যায় না।

চোখের সাজের ক্ষেত্রে ম্যাটভাবকে প্রাধান্য দিয়ে হিমেল বলেন, “দিনে ভ্রু সাজাতে কালো পেন্সিল ব্যবহার করলে দেখতে কৃত্রিম লাগে। তাই গাঢ় বাদামি রংয়ের আই ভ্রু পেন্সিল ব্যবহার করাই ভালো।”

ম্যাট ও হালকা রংয়ের শ্যাডো নির্বাচনের পরামর্শ দিয়ে তিনি বলেন,  “বাদামি বিভিন্ন শেইড, ধূসর অথবা পোশাকের সঙ্গে মানানসই এমন শ্যাডো ব্যবহার করতে পারেন। এরপর চোখে চিকন করে কাজল অথবা আইলাইনার দিয়ে রেখা টেনে নিন। দেখতে স্নিগ্ধ লাগবে।”

লিপস্টিক ব্যবহারের মধ্য দিয়ে সাজ পরিপূর্ণতা পায়। তাই লিপস্টিকের রং নির্বাচন করতে হবে বুঝেশুনে।

যেহেতু দিনে ‘ম্যাট লুক’ রাখা চাই তাই খুব বেশি কড়া রংয়ের লিপস্টিক না দিয়ে বাদামি, পিচ, হালকা গোলাপি অথবা পোশাকের সঙ্গে মানানসই যে কোনো হালকা শেইড বেছে নিতে পারেন বলে জানান, এই রূপসজ্জাকর।

ছবির মডেল: জেসমিন জুঁই। মেইকআপ: হিমেল নবাব। পোশাক সাদাকালো এবং সাদাকালো বিয়ন্ড। সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

SCROLL FOR NEXT