লাইফস্টাইল

ঘরে তৈরি খাবারের উৎসব

Byলাইফস্টাইল ডেস্ক

ঘরে তৈরি খাবার এবং অভিজ্ঞ ঘরোয়া রন্ধনশিল্পীদের নিয়ে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে ১৮ মার্চ গুলশান-১, ইমান্যুয়েলস ব্যাঙ্কুয়েট হলে। সহযোগিতায় আছে আরকু এবং আরএফএল ডিসপো।

২০ জনেরও বেশি রন্ধন শিল্পী এবং ৮ থেকে ১৪ বছর বয়সি ১০জন ‘জুনিয়র হোমশেফ’ নিয়ে এই আয়োজনের প্রধান বিষয় হচ্ছে ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবারকে আর্থিক উপার্জনের উৎস হিসেবে পরিচিত করা।

উৎসবে ঢাকা ফুডিজ পরিচালিত হোমশেফ নামের এই প্রতিষ্ঠান গত এক বছর ধরে ঘরের খাবার এবং ঘরোয়া রাঁধুনীদের নিয়ে কাজ করে যাচ্ছে। ঘরে তৈরি খাবার বাণিজ্যিক-ভাবে এবং সর্বসাধারণের কাছে জনপ্রিয় করাই হোমশেফের প্রধান উদ্দেশ্য।

- বিজ্ঞপ্তি।

SCROLL FOR NEXT