গ্লিটজ

সত্যজিতের 'আগন্তুক’-এর পরে

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তবে 'আগন্তুকের পরে' মূল সিনেমাটির সিকুয়াল বা রিমেইক হবে না বলে ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া জানান অর্ক। 

তিনি বলেন, “ ‘আগন্তুক’-এর সেই চরিত্রগুলোকেই এবার দেখা যাবে, তবে কাহিনি গড়ে উঠবে ২৩ বছর পরের পটভূমিতে। এখনকার দিনের আর্থ-সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে এগিয়ে যাবে ‘আগন্তুকের পরে’র গল্প। তবে আমার সিনেমার কাহিনি অনেকটাই আলাদা হবে।”

সত্যজিতের 'আগন্তুক'- এর কলাকুশলীরা থাকবেন এবারের সিনেমাতেও। বর্ষীয়ান অভিনেত্রী মমতা শংকর, দিপঙ্কর দে এবং ধৃতিমান চট্টোপাধ্যায় অভিনয় করবেন তাদের পুরনো চরিত্রে। সাত্যকির চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে, এছাড়া থাকবেন পায়েল সরকার এবং ত্রিধা চৌধুরী।

প্রযোজক রানা সরকার জানান, সত্যজিত রায়ের গল্পের সঙ্গে শুধুমাত্র একটি যোগসূত্র খুঁজে পাওয়া যাবে এই সিনেমার, তা হল নেপথ্য কাহিনি। এছাড়া অর্কর সিনেমাতে থাকবে খানিকটা থ্রিলারের ছোঁয়া।

চিত্রনাট্য লেখা চূড়ান্ত হলে তারপর সত্যজিত রায়ের ছেলে সন্দীপ রায়ের অনুমতি নেবেন বলে জানান রানা।

ওদিকে সন্দীপ জানান, যদি বাবার সিনেমার সঙ্গে এর কোন প্রত্যক্ষ সম্পর্ক না থাকে, তবে কোনো আপত্তি নেই তার। 

SCROLL FOR NEXT