গ্লিটজ

‘পিকে’র বিরুদ্ধে নকলের অভিযোগ 

Byসেঁজুতি শোণিমা নদী

ইসাপুরির ভাষ্যে, ২০১৩ সালে প্রকাশিত তার ‘ফারিশতা’ উপন্যাস থেকে ধারণা নিয়ে ব্যবহার করা হয়েছে 'পিকে' সিনেমায়। এই অভিযোগে এক কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে দিল্লির উচ্চ আদালতে মামলা করেছেন তিনি।

আমির খান, আনুশকা শর্মা এবং সঞ্জয় দত্ত অভিনীত ‘পিকে’র গল্প আবর্তীত হয়েছে পৃথিবীতে আসা এক ভীনগ্রহবাসীকে ঘিরে। নিজের গ্রহে ফেরার চেষ্টা এক ধর্ম ব্যবসায়ীর মুখোশ উন্মোচন করে সে।

ইসাপুরি অভিযোগ করেছেন, সিনেমার এই গল্প এবং এতে দেখানো চরিত্রগুলোর ধারণা সরাসরি নকল করা হয়েছে তার উপন্যাস থেকে।

১৯শে ডিসেম্বর মুক্তির পর থেকেই হিন্দু চরমপন্থীদের রোষের মুখে পড়ে সিনেমাটি। ‘হিন্দুত্ববাদ বিরোধী' আখ্যা দিয়ে ‘পিকে’কে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায় বিশ্ব হিন্দু পরিষদ এবং বাজরাঙ্গ দলের মতো সংগঠনগুলো।

এতকিছুর পরও ৬০০ কোটির ওপরে আয় করা ‘পিকে’ এখন হিন্দি সিনেমার সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র।

SCROLL FOR NEXT