গ্লিটজ

নিষিদ্ধ হলেন মাইলি

Byসেঁজুতি শোণিমা নদী

সাইরাসের কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান এসডি কনসার্ট, লাইভ নেশন কম্পানিজকে পাঠানো একটি নোটিশে জানানো হয়, সাইরাস তার কনসার্টগুলোতে এমন কিছু কাজ করেন যেগুলো দেশটির ‘সংস্কৃতি ও ঐতিহ্যের পরিপন্থী’।

দেশটির রেডিও কমিশনের পাঠানো ওই চিঠিতে আরও বলা হয়, এসব ছাড়াও মঞ্চে ‘অপর্যাপ্ত ও সংক্ষিপ্ত’ পোশাক পরেন সাইরাস। এমন ভাষায় কথা বলেন ও এমন সব আচরণ করেন যা যৌনতা ও অপরাধমূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করে।

ডিজনি তারকার ইমেজ ভেঙ্গে সংগীতশিল্পী হিসেবে নিজের আলাদা ধরন তৈরির চেষ্টা করতে গিয়ে বার বার নানা বিতর্কে জড়িয়েছেন সাইরাস। গত বছরের অগাস্টে রবিন থিকের সঙ্গে এমটিভি অ্যাওয়ার্ডস আসরে পারফর্ম করার সময় ‘অশ্লীল অঙ্গভঙ্গি’ করে সমালোচিত হন তিনি। দুই মাস পর এমটিভি ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ডসে গাজা সেবন করে তুমুল সমালোচনার মধ্যে পড়েন।

সাইরাসের কনসার্টটি হওয়ার কথা ছিল সান্তো ডোমিঙ্গোর কুইসকেইয়া স্টেডিয়ামে।

SCROLL FOR NEXT