গ্লিটজ

জুনে ফিরছেন শাবনূর

Byজয়ন্ত সাহা

অনিক গ্লিটজকে জানান, মার্চে দেশে ফেরার কথা থাকলেও চিকিৎসকের পরামর্শে আইজানকে নিয়ে ফেরেননি শাবনূর। এর মধ্যে আইজানকেও বেশকটি স্বাস্থ্য পরীক্ষা দিতে হয়েছে। তবে এখন সে পুরোপুরি সুস্থ। মায়ের সঙ্গে দিব্যি ঘুরে বেড়াচ্ছে ছয় মাস বয়সী আইজান।

অনিক জানান, এখনও একটি ভ্যাক্সিন নেওয়া বাকি আছে আইজানের। এটি নেওয়া হয়ে গেলে দেশের টিকিট কাটবে শাবনূর।

শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী জানান, নাতি দেশে আসার আনন্দে তিনি বাসায় এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করবেন।

নব্বইয়ের দশকে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন শাবনূর। পরে সালমান শাহ ও রিয়াজের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন।

২০০৬ সালে ‘দুই নয়নের আলো’ সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

২০১২ সালের ২৮ ডিসেম্বর অনিক মাহমুদকে বিয়ে করেন তিনি। এ নিয়ে প্রথমে মুখ না খুললেও এক বছর পর মিডিয়াতে স্বীকার করেন এ বিয়ের কথা।

অনিকের সঙ্গে শাবনূর ‘বধূ তুমি কার’ শিরোনামে একটি সিনেমাতে অভিনয় করেছেন।

শাবনূর দেশে ফিরে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনও তো প্রেম হয়’ সিনেমার অসমাপ্ত কাজ শেষ করবেন । এতে তার বিপরীতে অভিনয় করছেন ফেরদৌস।

SCROLL FOR NEXT