গ্লিটজ

দহনে প্রশান্তি

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আনারসের শরবত

উপকরণ

আনারস ১টি (বড়), ব্রাউন সুগার আধা কাপ, চিনি বা চিনির সিরা ২ টেবিল চামচ, বরফ কুচি পছন্দমতো।

প্রস্তুত প্রণালী

প্রথম পর্যায়- আনারস কুচিয়ে ব্লেন্ডারে নিয়ে এর মধ্যে ব্রাউন সুগার ও পানি দিন। যতটুকু আনারস ততটুকুই পানি দিতে হবে। এরপর ব্লেন্ড করুন এক থেকে দেড় মিনিট।

দ্বিতীয় পর্যায়- কিছু আনারস টুকরো করে পাত্রে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন আনারসের শরবত।

বাঙ্গির শরবত

উপকরণ

বাঙ্গির টুকরো করে কাটা ১ কাপ, চিনি ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, বরফ টুকরো পরিমাণমতো, লবণ এক চিমটি।

প্রস্তুত প্রণালী

বাঙ্গি কুচি কুচি করে টুকরো করুন। বড় বাটিতে বাঙ্গির সঙ্গে চিনি মিশিয়ে রেখে দিন বেশ কিছুক্ষণ। লেবুর রস ও বরফ মিশিয়ে রাখুন আরও কিছুক্ষণ। বাঙ্গি থেকে পানি বের হয়ে শরবত হবে। এটা ছেকে ঢেলে নিন গ্লাসে। এরপর লবণ ও বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

তেঁতুলের শরবত

উপকরণ

পাকা তেঁতুল এক কাপের চারভাগের এক ভাগ, ঠান্ডা পানি ৩ কাপ, আখের গুড় ১ কাপ।

প্রস্তুত প্রণালী

আধা কাপ পানিতে তেঁতুল ভিজিয়ে মোটা চালনি দিয়ে ছেঁকে নিন। এরপর দেড় কাপ পানিতে গুড় গুলে মিহি কাপড় দিয়ে ছাকুন। গুড় ও তেঁতুল একসঙ্গে মেশান। বাকি পানি দিয়ে মিশিয়ে পরিবেশন করুন। কিছুসময় ফ্রিজে রেখে দিয়ে পরিবেশন করলে ভাল হবে।

তরমুজের শরবত

উপকরণ

তিনকোনা করে কাটা তরমুজ ২ কাপ, ঠান্ডা পানি ১ কাপ, লেবুর রস ৩ টেবিল চামচ, চিনি ৪ টেবিল চামচ, বরফ কুচি ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালী

বরফ কুচি ছাড়া উপরের সব উপকরণ ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা গ্লাসে ঢেলে উপরে বরফ কুচি, তরমুজ কুচি ও লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

SCROLL FOR NEXT