গ্লিটজ

দেব নয়- কাকার বিয়ে

Byগ্লিটজ ডেস্ক

তাও আবার যে সে কাকা নন। তার নতুন সিনেমা, ‘টনিক’ এ যে অভিনেতা তার কাকার চরিত্রে অভিনয় করেছেন, সেই পরান বন্দ্যোপাধ্যায়ের বিয়ে। আরেক অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার সঙ্গে। আর পুরো ব্যাপারটাই ঘটছে রূপালি পর্দায়।

সিনেমার প্রমোশনের জন্যই এতো কাণ্ড বলে নিজেই সোশাল মিডিয়াতে ঘোষণা দিয়েছেন দেব।

লিখেছেন, “আগামী মে মাসে কাকা আর কাকীমার বিয়েতে সবাইকে নিমন্ত্রণ- ইতি টনিক”

ওদিকে বিয়ের কার্ড দেব তার সোশাল মিডিয়াতে পোস্ট করার সঙ্গে সঙ্গে তার বিয়ে কি না এ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

অনেকে তো অভিনেত্রী রুক্সিনি এবং দেবকে শুভেচ্ছাও দিতে শুরু করেন। উল্লেখ্য রুক্সিনির সঙ্গে দেবের প্রণয়ের গল্পও বেশ ‘ওপেন সিক্রেট’ কলকাতায়।

প্রসঙ্গত, দেব অভিনীত নুতন ছবি ‘টনিক’ মুক্তি পাবে ২০২০ সালের মে মাসে।

SCROLL FOR NEXT