গ্লিটজ

হ্যাকিংয়ের কবলে মাহির ফেইসবুক

Byগ্লিটজ প্রতিবেদক

বৃহস্পতিবার মাহির ভেরিভায়েড ফেইসবুক পেইজটি হ্যাক হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন পেইজের এডিটর উজ্জল দাস।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইডিটি হ্যাক করার পর পেইজ থেকে বৃহস্পতিবার মাঝরাতে আমাকে রিমুভ করা হয়। আইডিটি এখন ডিঅ্যাক্টিভ করে রেখেছেন হ্যাকাররা।”

শনিবার সকালে মাহির পেইজে হ্যাকাররা একটি অনাকাঙ্ক্ষিত ভিডিও প্রকাশের পর বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের নজরে আসে।

শনিবার বিকেলে বিষয়টি জানান পরপরই পেইজটি বন্ধের জন্য ফেইসবুক কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অতিরিক্ত উপকমিশনার মো. নাজমুল ইসলাম।

“বিষয়টি জানার পরপরই ফেইসবুক কর্তৃপক্ষকে বলে দিয়েছি পেইজটি আপাতত বন্ধ করার জন্য।…এখন দেখা যাক তারা কী করে। যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আবারও বিষয়টি জানাবো।”

মাহির তরফ থেকে এখনও কোনো অভিযোগ না পেলেও স্বপ্রণোদিত হয়েই সাইবার সিকিউরিটি ইউনিট এই উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে মাহির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মাহি ছাড়াও সম্প্রতি সংগীতশিল্পী ইমরান, ফজলুর রহমান বাবু, অপু বিশ্বাস, অপূর্বসহ অনেকের ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে।

SCROLL FOR NEXT