গ্লিটজ

ঢাকাই চলচ্চিত্রে আসছেন বলিউডের ‘ব্যাডম্যান’

Byগ্লিটজ প্রতিবেদক

কন্সটিলেশন ইন্সটিটিউট অফ ফিল্ম প্রোডাকশন অফ মাল্টা’র প্রযোজনায় বাংলা ভাষায় নির্মিত সম্পূর্ণ অ্যাকশনধর্মী সিনেমাটি পরিচালনা করছেন মেহেদি হাসিব ও পনি আবেদীন। পনি আবেদিনের গল্পে এর চিত্রনাট্য তৈরি করেছেন ম্যাক্স রহমান। 

ডট থ্রী প্রোডাকশনের কারিগরি সহায়তায় মুভিটিতে আরও অভিনয় করবেন বাংলাদেশের বেশ জনপ্রিয় কিছু মুখ। থাকবে নতুন কিছু চমকও।  

চলচ্চিত্রটিতে ভয়ংকর এক ভিলেনরূপে হাজির হতে যাচ্ছেন গুলশান গ্রোভার।

তার চরিত্র সম্পর্কে জানতে চাইলে পরিচালক মেহেদি হাসিব বলেন, “চমৎকার একটি গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হবে চলচ্চিত্রটি। গল্পের প্রয়োজনেই গুলশান গ্রোভারের সঙ্গে চুক্তিবদ্ধ হই আমরা। আমাদের সৌভাগ্য যে তিনি খুব দ্রুত সাড়া দিয়েছেন। ফলে চুক্তি করার কাজটা সারতে বেগ পেতে হয়নি। ছবিতে থাকবে নজরকাড়া কিছু গান ও অ্যাকশন দৃশ্য।” 

আগামী বছরের শুরুতেই বাংলাদেশ, মাল্টা, গ্রীস, ইটালিসহ ইউরোপের বিভিন্ন দেশের মনোরম লোকেশনে চিত্র ধারণ করা হবে। শুধু তাই নয়, এই সিনেমার বেশ কিছু দৃশ্যে ব্যবহার করা হবে উচ্চমানের ভিএফএক্স। 

চলচ্চিত্রটি যাতে আগামী বছরের মাঝামাঝিতে মুক্তি পায় সে লক্ষ্যে কাজ করে যেতে চান নির্মাতারা।

SCROLL FOR NEXT