গ্লিটজ

লতা আচারিয়ার ‘অপেক্ষা’

Byগ্লিটজ প্রতিবেদক

অর্ধ শতাধিক গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন লতা। ভিডিও নির্মাণ তো বটেই, সব ধরনের ভিজ্যুয়াল নির্মাণে বাংলাদেশে যে ক’জন কাজ করছেন তাদের একজন তিনি। এবার তিনি হাজির হচ্ছেন একেবারে ভিন্ন পরিচয়ে। এর আগে কয়েকটি মিক্স অ্যালবাম ও প্লেব্যাকে কাজ করলেও এবারই প্রথম লতা হাজির হচ্ছেন একটি ভিডিও গান নিয়ে।

‘অপেক্ষা’ শিরোনামের এই গানটির কথা ও সুর মেফতাউল করিমের। আর সংগীত পরিচালনা করেছেন শান। অহর্নিশ অডিওর ব্যানারে এ সপ্তাহেই মুক্তি পাচ্ছে গানটির মিউজিক ভিডিও। ভিডিও নির্দেশনা দিয়েছেন শিল্পী নিজেই।

চিত্রগ্রহণ করেছেন এস এম শাকিল এবং মনিরুল ইসলাম রুবেল।

এ প্রসঙ্গে লতা আচারিয়া বলেন, “আগে যা করেছি সবই ক্যামেরার বাইরে। এবারই প্রথম নিজের ভিডিও করেছি। তবে ব্যাপক আয়োজনে ভিডিও নির্মাণের পক্ষে আমি না। আমি কেবল গানগুলো সবার কাছে পৌঁছুতে চাই। সেকারণেই এই ভিডিও। এর রেসপন্স ভালো হলে আরও ভিডিও করবো। সেইসঙ্গে আমার সলো অ্যালবামটা তৈরি করছি।”

SCROLL FOR NEXT