অর্থনীতি

‘বাজেট গণমুখী ও ব্যবসাবান্ধব’

Byচট্টগ্রাম ব্যুরো

তবে তৈরি পোশাকসহ সব রপ্তানি পণ্যে বিদ্যমান কর হার অপরিবর্তিত রাখার আহ্বান জানিয়েছে তারা।

নতুন বাজেটে তৈরি পোশাক শিল্পের উৎসে কর প্রায় আড়াই গুণ বাড়িয়ে ১ শতাংশ করা হচ্ছে, যা চূড়ান্ত কর হিসেবে বিবেচিত হবে।

তৈরি পোশাক ছাড়াও আরও কিছু পণ্যের উপর প্রস্তাবিত কর ও শুল্ক কমানোরও অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।

বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি ছৈয়দ জামাল আহমেদের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার জন্য প্রণীত সপ্তম পঞ্চ-বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় অধিক গুরুত্বপূর্ণ।

বাজেটে রাজস্ব আদায়ে ২ লাখ ৮ হাজার ৪৪৩ কোটি টাকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়নে হয়রানিমুক্ত সহজ করপ্রদান প্রক্রিয়া বাস্তবায়ন, করের আওতা ও নতুন করদাতা চিহ্নিত করতে চেম্বারের পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানানো হয়।

নির্ধারিত করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা, মহিলা ও ৬৫ বছরের ঊর্ধ্বে করদাতার ক্ষেত্রে তিন লাখ এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার যে প্রস্তাব বাজেটে করা হয়েছে তা বর্তমান মূল্যস্ফীতি অব্যাহত থাকলে জনগণের উপর কোনো ধরনের চাপ সৃষ্টি করবে না বলেও বিবৃতিতে মন্তব্য করা হয়েছে।

শিল্পায়নের অনুকূল পরিবেশ রেখে কর্মসংস্থান বৃদ্ধিতে মূলধনী যন্ত্রপাতির উপর শুল্ক ২ শতাংশ থেকে ১ শতাংশে আনার দাবিও জানানো হয় বিবৃতিতে।

SCROLL FOR NEXT