অর্থনীতি

আয়কর দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

Byনিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার সকালে আয়কর দিবসের কার্যক্রমের উদ্বোধন করেন।

এরপর কাকরাইলে জাতীয় রাজস্ব ভবনের সামনে থেকে শুরু হয় আয়কর দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা। খোলা জিপে দাঁড়িয়ে এই শোভাযাত্রার নেতৃত্ব দেন অর্থমন্ত্রী মুহিত।

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেনসহ বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা, ব্যবসায়ী, কর আইনজীবী এমনকি শিল্পী, সাহিত্যিক, অভিনেতা ও ক্রীড়াবিদরাও এই শোভাযাত্রায় অংশ নেন।

রাজস্ব বোর্ডের কর্মীদের হাতে এ সময় বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন দেখা যায়।  এ বছর আয়কর দিবসের স্লোগান ‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি।’

স্কাউট ও আনসার-ভিডিপির বাদক দলের বাদ্যের তালে তালে  শিল্পকলা একাডেমির পাশ দিয়ে মৎস্য ভবন, প্রেসক্লাব, সচিবালয়, তোপখানা রোড ঘুরে আবার রাজস্ব ভবনের সামনে এসে শেষ হয় শোভাযাত্রা।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সংসদ সদস্য ও আয়কর আইনজীবী শাহ জিকরুল আহমেদ, কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম, আবিদা সুলতানা, মমতাজ বেগম, এসডি রুবেল, চিত্রনায়ক ফেরদৌস, এম এ জলিল অন্তত, নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও ক্রিকেটার সাকিব আল হাসানও কর দিবসের শোভাযাত্রায় অংশ নেন।

জনগণকে কর দিতে উৎসাহিত করতে প্রতিবছর ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস পালন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড। 

এ বছর কর দিবসে রাজধানীর সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠানে ২০১২-১৩ এবং ২০১৩-১৪ কর বছরের সেরা করদাতাদের সম্মাননা দেয়া হবে।

SCROLL FOR NEXT