অর্থনীতি

১৬ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে

Byনিজস্ব প্রতিবেদক

গত ৮ জুলাই থেকে বুধবার পর্যন্ত এসব নোট বাজারে সরবরাহ করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় এবং নয়টি আঞ্চলিক কার্যালয় থেকে এসব নোট ছাড়া হয়। এর মধ্যে ১০ হাজার ৩ কোটি টাকার পুরনো নোট পুনরায়(রি-ইস্যু) বাজার ছাড়া হয়েছে। আর বাকি ৬ হাজার ৬০৩ কোটি টাকার নোট সম্পূর্ণ নতুন।

কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকেই সরবরাহ করা হয়েছে ১০ হাজার ২৩ কোটি টাকার মূল্যের বিভিন্ন নোট। 

SCROLL FOR NEXT