অর্থনীতি

ঢাকায় আইএফএসবি সম্মেলনে ২৬ গভর্নর

Byনিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার লো মেরিডিয়ান হোটেলে সকাল ১০টায় শুরু হবে দুদিনের এই সম্মেলন। এটি আইএফএসবি ‘র ২০তম ইসলামিক ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি সম্মেলন।

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাহরাইন, দুবাই, মিশর, ইরানসহ আইএফএসবি কাউন্সিলের ২৬টি সদস্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা উপস্থিত অংশ নেবেন।

কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

এই ২৬ দেশের গভর্নররা ছাড়াও সম্মেলনে উচ্চ পদস্থ কর্মকর্তাসহ আইএফএসবি সচিবালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।

সম্মেলনের আয়োজক বাংলাদেশ ব্যাংক।

সম্মেলনের একটি অধিবেশনে আন্তর্জাতিক রেটিং প্রতিষ্ঠা মুডি’স ‘চালেঞ্জেস অ্যান্ড অপরচ্যুনিটিস ইন গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স ইন্ড্রাষ্ট্রি স্ট্যাবিলিটি’ বিষয়ে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করবে।

সম্মেলনের ফাঁকে আইএফএসবি ‘র ৩৫তম কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হবে।

ইসলামিক ওয়ালেট উদ্বোধন

সম্মেলনের প্রথম দিন দুপুরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ইসলামিক ওয়ালেটের উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

পরদিন বুধবার মূল কাউন্সিল সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে।

SCROLL FOR NEXT