অর্থনীতি

জুলাইয়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি বেড়েছে ৬৯%

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০১১৭-১৮ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানির জন্য৪৪ কোটি ৩৯ লাখ ডলারের এলসি (ঋণপত্র) খোলা হয়েছে।

এই অঙ্ক গত বছরের জুলাইয়ের চেয়ে ৬৯ শতাংশ বেশি।

২০১৬-১৭ অর্থবছরের জুলাই মাসে ২৬ কোটি ২৯ লাখ ডলারের এলসি খোলা হয়েছিল।

এই তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক জায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংক ঋণের সুদের হার কমায় দেশে বিনিয়োগ বাড়ছে। তৈরি পোশাক, টেলিকম, জ্বালানি, ওষুধসহ বিভিন্ন খাতে বিনিয়োগ হচ্ছে।

সে কারণেই এ সব খাতে শিল্প স্থাপনের জন্য মূল্যধনী যন্ত্রপাতি আমদানি বাড়ছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ।

“এছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুসহ কয়েকটি বড় প্রকল্পের কাজ চলায় শিল্পায়নে অনুকুল আবহ তৈরি হওয়াও ক্যাপিটাল মেশিনারি আমদানি বাড়ার অন্যতম কারণ।”

২০১৬-১৭ অর্থবছরে আগের বছরের (২০১৫-১৬) চেয়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি বেড়েছিল ১০ দশমিক ৫৪ শতাংশ।

SCROLL FOR NEXT