অর্থনীতি

কর্ম দক্ষতা বাড়াতে এডিবির ১০ কোটি ডলার

Byনিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এই ঋণচুক্তি সই হয়েছে।

ইআরডির ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম ও এডিবির আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুচি নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

২০১৪ সাল থেকে ২০২৩ মেয়াদে চলমান ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)’ শীর্ষক কর্মসূচিতে এ অর্থ ব্যয় করা হবে। ৫ বছরের রেয়াতকালসহ ২ শতাংশ সুদে ২৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।

অনুষ্ঠানে শফিকুল আযম বলেন, কর্মসূচিটি ২০১৪ থেকে ২৩ সাল মেয়াদে বাস্তবায়ন করা হচ্ছে। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০৭ কোটি ডলার।

“এর মধ্যে তিন কিস্তির মাধ্যমে এডিবির ৩৫ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি ছিল। আজ দ্বিতীয় কিস্তির ১০ কোটি ডলারের চুক্তি সম্পন্ন হল। এর আগে প্রথম কিস্তির মাধ্যমেও ১০ কোটি ডলারের চুক্তি হয়েছিল।”

প্রতিশ্রুতির বাকি ১৫ কোটি ডলার তৃতীয় কিস্তির মাধ্যমে দিবে সংস্থাটি।

SCROLL FOR NEXT