অর্থনীতি

সংসদের বরাদ্দ ৯১ কোটি টাকা বেড়েছে

Byনিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার ডেপুটি ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে কমিশন বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল  মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন। প্রধান হুইপ হুইপ আ স ম ফিরোজ বৈঠকে বিশেষ আমন্ত্রণে যোগ দেন।

চলতি অর্থবছরে সংসদের জন্য বরাদ্দ ছিল ২০৩ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার টাকা। বিগত ২০১৪-১৫ অর্থবছরে এই বরাদ্দ ছিল ২১৯ কোটি টাকা।

সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদে সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য প্রতিবছরই কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

কমিশন বৈঠক শেষে প্রধান হুইপ ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংসদের বরাদ্দের মধ্যে অনুন্নয়ন খাতে ২৯৪ কোটি ২১ লাখ টাকা এবং উন্নয়ন খাতে এক কোটি পাঁচ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়।

এছাড়া কমিশন বৈঠকে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়। চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে ৩৯ কোটি ৭৭ লাখ ৭৮ হাজার টাকা অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, ৮ম জাতীয় বেতন স্কেলে বর্ধিত বেতন-ভাতার জন্য সংশোধিত বাজেট বরাদ্দ করা হয়।

বৈঠক শেষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের বলেন, “কমিশন বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কার কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার তাগিদ দেন। আর সংসদ লাইব্রেরিকে অত্যাধুনিকভাবে সাজানোর জন্য স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন।”

SCROLL FOR NEXT