অর্থনীতি

বাজেটের ১৬ ভাগ বরাদ্দ দাবি শিক্ষায়

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশের নেতৃত্বে তাদের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি দেয়।

প্রতিনিধি দলে ছিলেন- উদীচীর সহ-সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, ছাত্র ইউনিয়ন সভাপতি লাকি আক্তার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিনু কিবরিয়া ইসলাম।

দাবির বিষয়ে লাকী আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়তে এবং সামাজিক অবস্থার কাঙিক্ষত পরিবর্তন করতে সরকারকে আগামী ২০১৬-১৭ অর্থবছরে জাতীয় বাজেটের ১৬ ভাগ শিক্ষা খাতে বরাদ্দের দিতে হবে।

২০১৭-১৮ অর্থবছর থেকে শিক্ষা খাতে বরাদ্দ ৩ শতাংশ করে বাড়িয়ে ২০১৯-২০ অর্থবছরের মধ্যে ২৫ ভাগ করার দাবিও রয়েছে তাদের।

স্মারকলিপি দেওয়ার আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শিক্ষা খাতে বিকল্প বাজেট দাবিতে সমাবেশ করে শিক্ষা বাঁচাও আন্দোলন।

সমাবেশ শেষে স্মারকলিপি দিতে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে দোয়েল চত্বর পৌঁছলে পুলিশ বাধা দেয়।

পরে পুলিশের সহায়তায় প্রতিনিধি দলটি অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়।

SCROLL FOR NEXT