অর্থনীতি

নতুন পাট আইন সংসদে

Byসংসদ প্রতিবেদক

বুধবার বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিকের পক্ষে ‘পাট বিল-২০১৬’ সংসদে উত্থাপন করেন প্রতিমন্ত্রী মির্জা আজম।

বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

১৯৬২ সালের জুট অর্ডিন্যান্সে আইন ভঙ্গের শাস্তি ছিল তিন বছর। নতুন আইনের প্রস্তাবে আগের তিন বছর কারাদণ্ডের সঙ্গে এক লাখ টাকা জরিমানার বিধান যুক্ত করা হয়েছে।

আগের অধ্যাদেশে আইন লঙ্ঘন করলে তিন বছর কারাদণ্ডের বিধান থাকলেও কত টাকা জরিমানা করা যাবে- তা নির্ধারিত ছিল না।

বিলে বলা হয়েছে, পাট ও পাটজাত পণ্যের উন্নয়নের জন্য সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা একটি উন্নয়ন তহবিল গঠন করতে পারবে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সরকার পাটখড়ি হইতে বাণিজ্যিক উদ্দেশ্যে যে কোনো বা বিশেষ শ্রেণির পণ্য উৎপাদন, ক্রয় ও বিক্রয় সম্পর্কে তথ্য সংগ্রহ ও নিয়ন্ত্রণ করতে পারবে।

সরকার পাট বাণিজ্যে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন, মজুদ, ক্রয় ও বিক্রয় সংক্রান্ত হিসাব, রিটার্ন তথ্য কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের নির্দেশ দিতে পারবে বলেও বিলে উল্লেখ করা রয়েছে।

SCROLL FOR NEXT