চট্টগ্রাম

চট্টগ্রামে জামায়াত-শিবিরের সাত নেতকর্মী গ্রেপ্তার

Byচট্টগ্রাম ব্যুরো

মঙ্গলবার গভীর রাতে নগরীর বিবিরহাট, শুলকবহর ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মিফতাহুল আলম (২৮), আব্দুল কাইয়ুম (৫৫), ইরফান ইউনুস (২৮), মোহাম্মদ আলী (৪০), ইমরান আলী (৩৮), আবু বক্কর সিদ্দিকী (৩২) ও মো. দেলোয়ার (৩২)।

তাদের মধ্যে মিফতাহুল ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম নগর দক্ষিণের শিক্ষা বিষয়ক সম্পাদক ও তাদের নিয়ন্ত্রিত কোচিং সেন্টার প্রবাহের নির্বাহী পরিচালক। কাইয়ুম নগর জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও আলী সহ- প্রচার সম্পাদক।

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকায় গ্রেপ্তার জামায়াত নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার সকালে চট্টগ্রামে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ষোলশহর এলাকায় ঝটিকা মিছিল করে।

“এ সময় তাদের কায়েকজনকে গ্রেপ্তার করা হয়। তারা আরও কয়েকজনের সঙ্গে মিলে নাশকতার পরিকল্পনা করেছিল। তবে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে যাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।”

সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের একটি দল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নয়জনকে গ্রেপ্তার করে।

চট্টগ্রামের ঘটনায় গ্রেপ্তার সাত জনসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৭০/৮০ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে পুলিশ।

SCROLL FOR NEXT