চট্টগ্রাম

সেই ইউরোপিয়ান ক্লাবে ভারতের হাই কমিশনার

Byচট্টগ্রাম ব্যুরো

রোববার বিকালে নগরীর পাহাড়তলী এলাকার ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিজড়ানো ইউরোপিয়ান ক্লাব পরিদর্শন করেন তিনি।

বেলা সোয়া ৩টায় সস্ত্রীক পাহাড়তলী এলাকার ইউরোপিয়ান ক্লাব পরিদর্শনে যান ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

সেখানে কিছু সময় কাটিয়ে তিনি ক্লাবের অদূরে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থাপন করা ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

চট্টগ্রাম যুব বিদ্রোহের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের নির্দেশে তার অন্যতম সহযোগী প্রীতিলতার নেতৃত্বে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী 'ইউরোপিয়ান ক্লাবে' আক্রমণ হয়েছিল। আট বিপ্লবী ওই অভিযানে অংশ নিয়ে ৫৩ জন ইংরেজকে হতাহত করেন।

সেখান থেকে অন্য সবাই ফিরে আসতে পারলেও আহত প্রীতিলতা ব্রিটিশ সেনাদের হাতে ধরতে গিয়েছিলেন, তখন তিনি 'পটাশিয়াম সায়ানাইড' সেবন করে আত্মাহুতি দেন।

বিভিন্ন বাম সংগঠনের দাবির মুখে সে ক্লাবের কাছে ২০১২ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণে নির্মাণ করা হয় বীরকন্যা প্রীতিলতা ভাস্কর্য।

ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ২০১৮ সালে বাংলাদেশ সফরে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রীতিলতার এ ভাস্কর্যে।

SCROLL FOR NEXT