চট্টগ্রাম

কোভিড-১৯ উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরেক পুলিশের মৃত্যু

Byচট্টগ্রাম ব্যুরো

কনস্টেবল মামুন উদ্দিন (২৮) সিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় কর্মরত  ছিলেন।

সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “করোনাভাইরাসের উপসর্গ থাকায় মৃত্যুর পর মামুনের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে তিনি আক্রান্ত ছিলেন কিনা।”

কনস্টেবল মামুনের মৃতদেহ পুলিশের ব্যবস্থাপনায় তার গ্রামের বাড়ি ফেনীর পরশুরামে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সিএমপির এক কমর্কর্তা জানান, জ্বর সর্দি হওয়ায় কনস্টেবল মামুনকে ২৬ মে থেকে সিএমপি স্কুলে আইসোলেশনে রাখা হয়েছিল। সেখান থেকে ২৯ মে বিভাগীয় পুলিশ হাসপাতালের ফ্লু কর্নারে রাখা হয়। সেখান থেকে সোমবার সকালে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

সোমবার পর্যন্ত সিএমপির ১৬৬ জন কভিড-১৯ আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে, ৪৪ জন সুস্থ হয়েছেন।

SCROLL FOR NEXT