চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রাফিক পুলিশ আক্রান্ত, ব্যারাক ‘লকড-ডাউন’

Byচট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় শনাক্ত পাঁচজনের মধ্যে একজন ৫৫ বছর বয়সী ট্রাফিক কনস্টেবল। তিনি দামপাড়া পুলিশ লাইন্সের ট্রাফিক ব্যারাকে থাকতেন। এই ব্যারাকে ২০০ জন ট্রাফিক সদস্য থাকেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) বিশেষ শাখার উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অসুস্থ থাকায় ওই কনস্টেবল দামপাড়ায় বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তাকে কোভিড-১৯ রোগের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

পাশাপাশি ট্রাফিক বিভাগের উত্তর জোনের ব্যারাক ‘লকডাউন’ করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক জানান, কভিড-১৯ আক্রান্ত কনস্টেবলের রুমে ১২ জন থাকতেন। তাদের সবাইকে এবং তাকে চিকিৎসা দেওয়া পুলিশ হাসপাতালের তিনজন চিকিৎসক, তিনজন নার্স এবং সাতজন চিকিৎসা সহকারীসহ ২৫ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

SCROLL FOR NEXT