চট্টগ্রাম

বিদ্যুতে ঝলসে গেলেন দোকান কর্মচারী

Byচট্টগ্রাম ব্যুরো

মঙ্গলবার দুপুরে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর নজুমিয়া হাটে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ মো. সাকিব (১৮) নজুমিয়া হাটে চৌধুরী কফি হাউস নামের একটি দোকানে কাজ করেন। তার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার পূর্ব সোনাদিয়ায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে দোকানে কাজ করার সময় বৈদ্যুতিক গোলযোগে সাকিব দগ্ধ হন।

তাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে জানিয়ে এএসআই আলাউদ্দিন বলেন, সাকিবের শরীরের ৫৪ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

SCROLL FOR NEXT