চট্টগ্রাম

পাসপোর্টের আবেদন জমা দিতে গিয়ে ধরা রোহিঙ্গা যুবক

Byচট্টগ্রাম ব্যুরো

বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে শফিউল হাইর (২৪) নামের এ যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়।

পাসপোর্ট আবেদনের সাথে শফিউল জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা সনদও জমা দিয়েছে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ের পরিচালক আবু সাইদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুরের ঠিকানা ব্যবহার করে শফিউল পাসপোর্টের আবেদন করেছিল। আবেদনে সে তার বাবার নাম বজলুর রহমান ও মার নাম মাহমুদা খাতুন উল্লেখ করে।

উপ-পরিচালক সাইদ বলেন, “সকালে পাসাপোর্টের আবেদন জমা দিতে এসেছিল শফিউল। আচরণ ও কথাবার্তা সন্দেহ হওয়ায় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে রোহিঙ্গা বলে স্বীকার করে।

“শফিউল জানিয়েছে, তার বাড়ি মিয়ানমারের বালিবাজারে। ২০১৪ সালে মা, বাবা, ভাই, বোনসহ পাঁচজন তারা বাংলাদেশে চলে এসে তারা প্রথমে উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে পরে তারা ফটিকছড়ির আব্দুল্লাহপুরে চলে যায়।”

SCROLL FOR NEXT