চট্টগ্রাম

চট্টগ্রামে ৪ কলেজে সবাই পাস

Byচট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বোর্ডের অধীনে এবছর ২৬০ টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য নিবন্ধন করেছিল ৯৯ হাজার ৭৯৬জন পরীক্ষার্থী। যার মধ্যে ৯৮ হাজার ৯২৬ জন পরীক্ষায় অংশ নিয়েছে।

অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৮৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে সবাই।

বান্দরবানের লামা উপজেলার কোয়ান্টাম কসমো স্কুল থেকে ৭৫ জন, ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৪৮ জন এবং সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে।

এর মধ্যে মধ্যে ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৪৮ সবাই জিপিএ ৫ পেয়েছে।

এদিকে নগরীর অক্সফোর্ড মর্ডান কমার্স কলেজ নামে একটি কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নিয়ে পাস করতে পারেনি।

এছাড়া, ১৪৯টি কলেজ থেকে ৫০ শতাংশের বেশি এবং ৯৯টি কলেজ থেকে ৫০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

SCROLL FOR NEXT