চট্টগ্রাম

চট্টগ্রামে দণ্ডিত জালিয়াত গ্রেপ্তার

Byচট্টগ্রাম ব্যুরো

নগরীর আগ্রাবাদ এলাকা থেকে মঙ্গলবার রাতে মো. কামরুল নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সদরঘাট থানা পুলিশ।

সদরঘাট থানার ওসি মো. নেজাম উদ্দীন বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে বলেন, ২০১৫ সালের অক্টোবর মাসে হালিশহর থানা পুলিশ জাল নোটসহ কামরুলকে গ্রেপ্তার করে। কিছুদিন কারাগারে থেকে জামিনে ছাড়া পান তিনি।

গত বছর ১০ জুলাই চট্টগ্রামের একটি আদালত কামরুলকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেয়। রায়ের পর থেকেই কামরুল পলাতক ছিলেন।

ওসি বলেন, “কামরুল জাল টাকা চক্রের সদস্য। জামিনে ছাড়া পেয়ে সে পুনরায় এ ব্যবসায় জড়িয়ে পড়ে।”

কামরুলের বাসা চট্টগ্রামরে সদরঘাট এলাকায়। মঙ্গলবার রাতে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

SCROLL FOR NEXT