চট্টগ্রাম

পায়ুপথে লুকিয়ে সোনা পাচার, চট্টগ্রামে আটক ১

Byচট্টগ্রাম ব্যুরো

রমজান আলী (৩০) নামের ওই যাত্রী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে বুধবার রাতে তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রামে আসেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক সারোয়ার ই জামান বলেন, রমজান আলীর কাছ থেকে ১০টি সোনার বার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।

বিমানবন্দরের একজন কাস্টমস কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই যাত্রীর মলদ্বারে স্বর্ণের বার লুকানো ছিল। শুরুতে অস্বীকার করলেও এক্সরে করলে সোনার অস্তিত্ব ধরা পড়ে। পরে সেগুলো বের করার ব্যবস্থা করা হয়।”

উদ্ধার সোনার মোট ওজন এক কেজি ১৭০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা বলে বিমানবন্দর কাস্টমস জানিয়েছে।

কাস্টমস কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় রমজানের বিরুদ্ধ মামলা করা হবে।

SCROLL FOR NEXT