চট্টগ্রাম

চালককে মারধরের জেরে সীতাকুণ্ডে ওজন স্কেলের কার্যালয় ভাংচুর

Byচট্টগ্রাম ব্যুরো

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনার পর বেলা একটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট তৈরি হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী পণ্যবাহী একটি ট্রাককে বড় দারোগারহাটের ওজন স্কেল অতিক্রমের সময় দাঁড়ানোর সংকেত দিয়ে ওজন স্কেলের লাইন দিয়ে যেতে বলা বলা হয়।

কিন্তু চালক তা অমান্য করে মূল লাইন দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করলে স্কেলের কর্মচারীরা বাধা দেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো. মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসময় দায়িত্বপালনরত এক আনসার সদস্য ট্রাকচালককে কিলঘুষি দিয়ে তাকে ওজন স্কেলের অফিসে নিয়ে আসে।

“ওখন সড়কে থাকা ট্রাক শ্রমিকরা এর প্রতিবাদ জানায় এবং বিক্ষুব্ধ হয়ে ওজন স্কেলের কার্যালয় ভাংচুর করে। এক পর্যায়ে তারা মহাসড়কে এলোমেলোভাবে ট্রাক রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।”

মাসুদ আলম জানান, পরে হাইওয়ে ও থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ ট্রাক শ্রমিকদের সরিয়ে দেয়। বেলা একটার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

বিক্ষুব্ধ শ্রমিকরা ওজন স্কেলের কার‌্যালয়ের কম্পিউটার ও জানালার কাঁচ ভাংচুর করে বলে পুলিশ জানিয়েছে।

SCROLL FOR NEXT