চট্টগ্রাম

অটো রিকশা চুরি করে টাকা দাবি, গ্রেপ্তার ১

Byচট্টগ্রাম ব্যুরো
রোববার বিকালে ওই যুবককে গ্রেপ্তারের পর উদ্ধার করা হয়েছে অটো রিকশাটি। 

গ্রেপ্তার যুবকের নাম আব্দুল মান্নান (২৮)। এ চুরির হোতা দেলোয়ার হোসেন মিন্টু (৩০) নামে অন্য একজন পলাতক বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার এসআই ইমদাদ হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পলাতক মিন্টু রাতে ওই সিএনজি অটো রিকশাটি ভাড়া করে বিভিন্ন মাজারে যান। ভোরে তারা পুরাতন রেল স্টেশন আসেন।

"এসময় অটোচালককে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলে মিন্টু অটো রিকশা নিয়ে পালিয়ে যায়।"

এসআই ইমদাদ জানান, সকালে মিন্টু চালককে ফোন করে বিকাশে ৪০ হাজার টাকা দাবি করে। বিষয়টি থানায় জানান গাড়ির মালিক। এরপর থানার একটি দল অভিযানে নামে। 

তিনি বলেন, “বিকাশ নাম্বারে কিছু টাকা দিয়ে প্রলুব্ধ করে টাকা নেওয়ার জন্য মিন্টুকে ফোন দেওয়া হয়। মিন্টুর হয়ে মান্নান টাকা আনতে গেলে তাকে আটক করা হয়।”

পরে মান্নানের দেখানো পথে লালদিঘী পেট্রোল পাম্প এলাকা থেকে অটো রিকশাটি উদ্ধার করা হয় বলে এসআই ইমদাদ জানান।

SCROLL FOR NEXT