চট্টগ্রাম

শেষ হল তাপস বড়ুয়ার আলোকচিত্র প্রদর্শনী

Byচট্টগ্রাম ব্যুরো

শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ‘দ্য বিউটি অব বোস্টন’ শিরোনামে এই প্রদর্শনী শুরু হয়েছিল গত শুক্রবার।

যুক্তরাষ্ট্রের বোস্টন রাজ্যের বিভিন্ন ঋতু, নাগরিক জীবন ও নানা দিক নিয়ে তোলা ৭২টি ছবি স্থান পায় এ প্রদর্শনীতে।

১৯৮৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক আজাদীতে ফটো সাংবাদিক হিসেবে কাজ করতেন তাপস বড়ুয়া। ২০০৪ সালের দিকে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত জনপদের ছবি তুলে আলোচিত ছিলেন তাপস বড়ুয়া।

 তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাকরির ফাঁকে অবসর সময়ে বোস্টনের মানুষের জীবন ও প্রকৃতি নিয়ে তোলা ছবিগুলো নিয়েই এ আয়োজন করা হয়েছে।

দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এ প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রতিদিন বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত চলে এ প্রদর্শনী।

 ঘূর্ণিঝড় বিধ্বস্ত জনপদের আলোকচিত্র নিয়ে ‘ক্রাই অব হিউম্যানিটি’ শিরোনামে ১৯৯২ সালে প্রকাশিত হয় তাপসের প্রথম আলোকচিত্র অ্যালবাম। প্রতিদিনের সংবাদের ছবি নিয়ে ১৯৯৫ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় অ্যালবাম ‘নিউজ ডে এভরি ডে’।

দেশের বাইরেও ২০১৪ সালে জাতিসংঘ সদর দপ্তরে ‘বুদ্ধইজম’ নিয়ে তার ৩২টি ছবির প্রদর্শনী হয়। 

১৯৮৯, ’৯৪ সালে ইউনেস্কো ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট, অ্যাওয়ার্ড লাভ করেন তাপস।

 এছাড়াও ১৯৯৪ সালে তিনি ফটো জার্নালিস্ট অব দ্য ইয়ার, বাংলাদেশ ও ফেডারেশন ইন্টারন্যাশনাল আর্টস ফটোগ্রাফি, ফ্রান্স পুরস্কার লাভ করেন।

SCROLL FOR NEXT