চট্টগ্রাম

যুবককে হত্যায় ট্রেলার চালকের স্বীকারোক্তি

Byচট্টগ্রাম ব্যুরো

বুধবার চট্টগ্রামের মহানগর হাকিম মাসুদ পারভেজের আদালত মো. মহিউদ্দিনের জবানবন্দি গ্রহণ করেন।

নিহত হৃদয় হোসেন (১৯) চালক মহিউদ্দিনের সাথে ট্রেলারের সহকারী হিসেবে কাজ করতেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ট্রেলার চালক।

“এ ঘটনায় কয়েকজন হিজড়াও জড়িত। একাধিক হিজড়ার সাথে নিহত যুবকের সম্পর্ক ছিল বলে জবানবন্দিতে জানিয়েছেন ট্রেলার চালক। এই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটে।”

এ বিষয়ে পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফৌজুল আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জবানবন্দিতে ট্রেলার চালক মহিউদ্দিন জানিয়েছেন হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত।

“তবে তদন্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করছি না এবং বিস্তারিত বলছি না। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

সোমবার গভীর রাতে নগরীর পতেঙ্গা থানাধীন জেনারেল ইলেকট্রিক ম্যানুফেকচারিং (জিইএম) কোম্পানির গেটের কাছে একটি মুদি দোকানের পেছন থেকে হৃদয়ের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

পতেঙ্গার কাঠগড় মুসলিমাবাদ এলাকার আবুল হোসেনের ছেলে হৃদয় গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন।

SCROLL FOR NEXT