চট্টগ্রাম

চট্টগ্রামে ইয়াবা নিয়ে আনসার সদস্যসহ গ্রেপ্তার ২

Byচট্টগ্রাম ব্যুরো

রোববার নগরীর সদরঘাট থানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে প্রায় ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় তাদের।

গ্রেপ্তার আনসার সদস্য রফিকুল ইসলাম (৪৭) খুলনার কয়রা থানার মঠবাড়িয়া পুলিশ ক্যাম্পে কর্মরত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ।

একই ঘটনায় গ্রেপ্তার মিয়ানমারের নাগরিক নূর আহম্মেদ (৫০) কক্সবাজারের উখিয়া কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী বলেও জানান অধিদপ্তরের এই কর্মকর্তা।  

শামীম আহমেদ বলেন, গোপন সংবাদ পেয়ে হোটেল শাহজাহানের ২৫০ নম্বর কক্ষ থেকে দুজনকে আটক করা হয়।  

“তল্লাশি চালিয়ে রফিকুলের কাছে দুই হাজার এবং নূর আহম্মেদের কাছ থেকে দুই হাজার ৬০০ ইয়াবা ‍পাওয়া যায়।”

খুলনার রূপসায় বিভাগীয় আনসার কার্যালয়ে যোগ দিতে রফিকুল গত ১৮ অগাস্ট ছাড়পত্র নেওয়ার পর শনিবার কক্সবাজার যান জানিয়ে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা শামীম বলেন, “সেখান থেকে নূর আহম্মেদসহ ইয়াবা নিয়ে চট্টগ্রাম এসে হোটেলে উঠেন রফিকুল।”

এর আগে গত ১৫ অগাস্ট তিন হাজার ইয়াবাসহ কোস্টগার্ডের এক সদস্যকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।

SCROLL FOR NEXT