চট্টগ্রাম

স্ত্রী হত্যায় চট্টগ্রামে একজনের যাবজ্জীবন

Byনিজস্ব প্রতিবেদক

রোববার চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. শামসুল হক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা। তিনি পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলার নথি সূত্রে জানা যায়, পাঁচলাইশ থানার তুলাতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন শামসুল ও তার স্ত্রী কোহিনুর।

২০০০ সালের ২১ ফেব্রুয়ারি শামসুল তার স্ত্রীকে হত্যা করে বাসার চালের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখেন। এ ঘটনায় নিহতের বাবা পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।

আইনজীবী মেজবাহ জানান, ২০০২ সালের ১০ ফেব্রুয়ারি শামসুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। পরের বছরের ১৩ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করে।

রাষ্ট্রপক্ষের ১৪ জন সাক্ষির মধ্যে ১০জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

SCROLL FOR NEXT