চট্টগ্রাম

চট্টগ্রামে ফাস্টফুড দোকানকে লাখ টাকা জরিমানা

Byচট্টগ্রাম ব্যুরো

রোববার নগরীর চকবাজার এলাকায় পরিচালিত এ অভিযানে ৩০ লিটার পুরনো তেলসহ ফাস্টফুড বানানোর জন্য রাখা পচা কাঁচামাল, পুরনো মিষ্টির রস ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘ দিনের পুরনো তেল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ফাস্টফুড তৈরি করায় চকবাজার চকমালঞ্চকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ওই দোকান থেকে ৩০ লিটার পুরনো তেল, ফাস্টফুড তৈরির পচা কাঁচামাল ধ্বংস করা হয় বলেও জানান তিনি।

SCROLL FOR NEXT