চট্টগ্রাম

চট্টগ্রামে কথিত ফকিরসহ দুজনকে হত্যায় আটক ১

Byচট্টগ্রাম ব্যুরো
ফকির ‘লেংটা মামু’ খুন হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন এক ভক্ত।

শুক্রবার সন্ধ্যার দিকে শেরশাহ বাংলাবাজার এলাকা থেকে আবদুল মান্নান মনাকে (৪০) আটক করা হয় বলে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্দেহভাজন হিসেবে মনাকে আটক করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখতে তাকে আটক করা হয়েছে।”

জোড়া খুনের পর বোমা ফাটিয়ে পালিয়ে যায় হত্যাকারী। স্থানীয় এক বাসিন্দার হাতে বিস্ফোরিত সেই বোমার অংশ বিশেষ।

জোড়া খুনের পর বোমা ফাটিয়ে পালিয়ে যায় হত্যাকারী। স্থানীয় এক বাসিন্দার হাতে বিস্ফোরিত সেই বোমার অংশ বিশেষ।

দুপুরে ওই আস্তানায় ফকির রহমত উল্লাহ ওরফে লেংটা মামু (৬০) ও খাদেম মো. আব্দুল কাদেরকে (৩০) হত্যা করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে জুমার নামাজের সময় এক যুবক এসে রহমত ও তার খাদেমকে খুন করে পাহাড়ের মধ্যে দিয়ে জামতলা হয়ে পালিয়ে যায়।

এ সময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া করলে সে দুটি হাতবোমা ফাটায়। বোমার স্প্লিন্টারে মো. মনির (২৬) ও মো. মুন্না (৭) নামে দুই জন আহত হন।

হত্যাকাণ্ডের পর নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফকিরের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল কি-না, অথবা ‘মাজারবিরোধী গোষ্ঠীর’ কেউ এ হত্যাকাণ্ডে জড়িত কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।

SCROLL FOR NEXT